Wednesday, 17 October 2018

না ফেরার দেশে চলে গেলেন জনপ্রিয় ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু

না ফেরার দেশে চলে গেলেন জনপ্রিয় ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু→
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন')।।

'সেই তুমি কেন এত অচেনা হলে- অার বেশি কাঁদালে উড়াল দেব অাকাশে'-

আপনার কাছে খুব ঋণী আমি,আমরা, এদেশের অন্তত দুটি প্রজন্ম। ওপারেও ভাল থাকবেন লিজেন্ড।



আইয়ুব বাচ্চুর স্বজনরা জানান, সকালে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হলে তাকে স্কয়ার হসপিটালে নিয়ে আসা হয়। পরে সকাল দশটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগেও অসুস্থ হয়ে বেশ কয়েকবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন বলে জানা গেছে।



১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রাম শহরে জন্মগ্রহণ করেন এ গুণী শিল্পী। সংগীত জীবনের দীর্ঘ চার দশকে অসংখ্য হৃদয় ছুঁয়ে যাওয়া গান তিনি উপহার দিয়েছেন শ্রোতাদের।

আইয়ুব বাচ্চু একাধারে গায়ক, লিডগিটারিস্ট, গীতিকার, সুরকার এবং প্লেব্যাক শিল্পী। এল আর বি ব্যান্ড দলের লিড গিটারিস্ট এবং ভোকাল বাচ্চু বাংলাদেশের ব্যান্ড জগতের সবচেয়ে জনপ্রিয় ও সম্মানিত ব্যক্তিত্বদের একজন। ১৯৭৮ সালে সঙ্গীতজগতে তাঁর যাত্রা শুরু হয় ফিলিংসের মাধ্যমে। অত্যন্ত গুণী এই শিল্পী তাঁর শ্রোতা-ভক্তদের কাছে এবি (AB) নামেও পরিচিত। তাঁর ডাক নাম রবিন। তাঁর কন্ঠ দেয়া প্রথম গান 'হারানো বিকেলের গল্প'। গানটির কথা লিখেছিলেন শহীদ মাহমুদ জঙ্গী। ১৯৮০ থেকে ১৯৯০ সালে তিনি সোলস ব্যান্ডের সাথে যুক্ত ছিলেন। ১৯৮৬ সালে প্রকাশিত রক্তগোলাপ আইয়ুব বাচ্চুর প্রথম প্রকাশিত একক অ্যালবাম। ১৯৯১ সালে জন্ম নেওয়া ‘এলআরবি’ ব্যান্ড দলের লিড গিটারিস্ট ও ভোকাল ছিলেন তিনি।
Mahim khan

No comments:

Post a Comment

“ছোট্ট মনুদের জন্য ভালবাসা” ঢাকা মহানগর শাখা কমিটি ঘোষণা।

আরিফ আহম্মেদ ’ সভাপতি   মোঃ মিরাজ মিয়া ’ সাধারণ সম্পাদক   ও     মোঃ   সোলায়মান মাহিম সাংগঠনিক সম্পাদক অনলাইন ভিত্তিক সামাজিক স্বেচ্ছাসেবী সং...