সৌন্দর্য নিজের মনের কথা বলে।
নিচে সৌন্দর্য নিয়ে বিখ্যাত মনীষীদের কিছু উদ্ধৃতি লিখলামঃ
![]() |
Fb/LikebanglaBD |
১. "সৌন্দর্য মুখে নেই; সৌন্দর্য হলো একটি আলো যা হৃদয়েতে আছে।"
- কাহলিল জিবরান
২. "কোনও মানুষ যদি জীবনের সৌন্দর্য বুঝতে না পারে তবে এটি সম্ভবত কারণ জীবন তার মধ্যে সৌন্দর্য কখনই বুঝতে পারে নি।"
- সঙ্কট জামি
৩. "বাহ্যিক সৌন্দর্য আকর্ষণ করে তবে অভ্যন্তরীণ সৌন্দর্য মনমুগ্ধ করে।"
- কেট অ্যাঞ্জেল
৪. "সবকিছুর সৌন্দর্য আছে তবে সবাই তা দেখে না।"
- কনফুসিয়াস
৫. "ভবিষ্যত তাদেরই, যারা তাদের স্বপ্নের সৌন্দর্যে বিশ্বাসী।"
- এলেনোর রুজভেল্ট
৬. "দৃশ্যমান সৌন্দর্যে যা আমাদের আনন্দিত করে তা হল অদৃশ্য।"
- মেরি ডাবস্কি
৭. "সৌন্দর্য দর্শকের চোখে থাকে।"
- গ্রীক প্রবাদ
৮. "সৌন্দর্য হলো আপনার অভ্যন্তরে কেমন অনুভূত হয় এবং এটি আপনার চোখে প্রতিবিম্বিত হয়। এটি শারীরিক কিছু নয়।"
- সোফিয়া লরেন
৯. "সৌন্দর্য হল সুখের প্রতিশ্রুতি।"
- স্টেনডাল
১০. "সৌন্দর্য একটি অমৃত যা আত্মাকে মাদক করে তোলে।"
- টি.সি. হেনলি
ধন্যবাদ সবাইকে ভালো লাগলে জানাবেন।
উপরের লেখার বিষয় কোন অভিযোগ বা মতামত থাকলে কমেন্ট এ জানাবেন অথবা ই-মেইল করুন - mssolayman033@gmail.com
অথবা ফেইসবুকে- LikebanglaBD
No comments:
Post a Comment