Saturday, 22 May 2021

অগ্নিদগ্ধ কন্যা রেশমা কে চিকিৎসা সহায়তা করেন ছোট্ট মনুদের জন্য ভালবাসা সংগঠন

 

Love For Children - (LikebanglaBD)

অনলাইন ডেস্ক রিপোর্টঃ

পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার ৪ নং দাউদখালী ইউনিয়নের অসচ্ছল মোঃ ইলিয়াস হোসেন এর,অগ্নিদগ্ধ কন্যা রেশমা(৮) কে ঢাকা মেডিকেল এর শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে গিয়ে নগদ আর্থিক সহায়তা প্রধান করেছেন মঠবাড়ীয়া উপজেলার শিশুদের আস্থাভাজন সংগঠন "ছোট্ট মনুদের জন্য ভালবাসা" ( Love for children ) অনলাইন ভিত্তিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন।

 

আজ ২২/০৫/২০২১ রোজ রবিবার মঠবাড়িয়া উপজেলার শিশুদের আস্থাভাজন সংগঠন "ছোট্ট মনুদের জন্য ভালবাসা" ( Love for children )  এর পক্ষে ঢাকা মহানগর শাখার সদস্য গন মঠবাড়িয়া থানার ৪ নং দাউদখালী ইউনিয়নের অসচ্ছল মোঃ ইলিয়াস হোসেন এর,অগ্নিদগ্ধ কন্যা রেশমা(৮) কে ঢাকা মেডিকেল এর শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে গিয়ে নগদ  অর্থ তুলে দেন রেশমার বাবার হাতে।

এ সময়ে উপস্থিত ছিলেন 

ঢাকা মহানগর শাখার সভাপতি; মোঃ মেহেদী হাসান মারুফ, সাধারণ সম্পাদক আরিফ আহমেদ, সাংগঠনিক সম্পাদক; মোঃ সোলায়মান হোসেন মাহিম,প্রচার ও প্রকাশনা সম্পাদক;আর এইচ মুনিম, সদস্য;কাজী সাইদ সহ আরো উপস্থিত ছিলেন সংগঠনের শুভাকাঙ্ক্ষী শামিম সানভী ও সাবেক মহানগর শাখার সদস্য ইমরান হোসেন সুমন।।



সংগঠনের সভাপতি মোঃ হাফিজুর রহমান সোহাগ  বলেন - মঠবাড়িয়া কে ভালবাসি তাই মঠবাড়িয়া উপজেলার শিশুদের কল্যাণে ছোট্ট মনুদের জন্য ভালবাসা সংগঠন সবসময় পাশে ছিলো ও থাকবে ইনশাআল্লাহ। সেই সাথে এই করোনা কালিন সময়ে অসুস্থ শিশুটির পাশে থাকতে পেরে উক্ত সংগঠনের সকল সেচ্চাসেবীবৃন্দ আনন্দিত।


উল্লেখ্য যে, শিশুটির দরিদ্র পিতা মোঃ ইলিয়াস হোসেন জানান, তার পক্ষে শিশুটির চিকিৎসার খরচ  সংগ্রহ করা সম্ভব না। মোঃ ইলিয়াস হোসেন তার শিশু সন্তানের চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন।

No comments:

Post a Comment

“ছোট্ট মনুদের জন্য ভালবাসা” ঢাকা মহানগর শাখা কমিটি ঘোষণা।

আরিফ আহম্মেদ ’ সভাপতি   মোঃ মিরাজ মিয়া ’ সাধারণ সম্পাদক   ও     মোঃ   সোলায়মান মাহিম সাংগঠনিক সম্পাদক অনলাইন ভিত্তিক সামাজিক স্বেচ্ছাসেবী সং...