Saturday, 13 October 2018

ছোট্ট মনুদের জন্য ভালোবাসা

♥সম্পৃক্ততা♥মানবিকতা♥সহানুভূতি♥ 

   
                                          Mahim

শিশুদের প্রতি দয়ামায়া প্রদর্শন সম্পর্কে নবী করিম (সা.) বলেছেন,
                          ‘যে শিশুদের প্রতি দয়া করে না,তাকে দয়া করা হয় না।’(বুখারি, মুসলিম, তিরমিজি)

মহানবী (সা.) শিশুদের গভীরভাবে ভালোবাসতেন,যেকোনো শিশু পেলে তাকে জড়িয়ে ধরতেন ও আদর-স্নেহ করতেন।তিনি মুসলিম-অমুসলিম সব শিশুকেই ভালোবাসতেন।তাঁর কাছে একদা একটি শিশুকে আনা হলে তিনি তাকে চুম্বন করেন এবং বলেন ‘এরা মানুষকে ভীরু ও কৃপণ করে দেয়, আর এরা হলো আল্লাহর ফুল।’
নবী করিম (সা.) বাণী প্রদান করেছেন, ‘প্রত্যেক জন্ম নেওয়া শিশু ফিতরাত তথা সহজাত সত্যগ্রহণ করার ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে, কিন্তু তার পিতামাতা হয় তাকে ইহুদি বা খ্রিষ্টান কিংবা অগ্নিপূজক বানায়।’(বুখারি ও মুসলিম)শিশুদের কোমল ও পবিত্র মনে যদি একবার কোনো খারাপ ধারণা বা ভয়ভীতি প্রবেশ করে, তবে তা তাদের ভবিষ্যৎ জীবনে থেকে যায়।

তাই নবী করিম (সা.) শিশু-কিশোরদের সঙ্গে খেলাচ্ছলেও মিথ্যা বা প্রতারণা করতে নিষেধ করেছেন।
এই শিশুদের যদি সুন্দর করে মানবসম্পদ হিসেবে গড়ে তোলা যায়;তাহলে ভবিষ্যৎ পৃথিবী হবে আরও সুন্দর।তাই ইসলামের শিক্ষা সব শিশুই যেন নিরাপদে বেড়ে ওঠে।
অথচ আজকের আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির যুগেও আমাদের দেশে শিশুরা কতই না অবহেলিত, নির্যাতিত ও নির্মম হত্যাযজ্ঞের শিকার! সুতরাং ইসলামের সুমহান শিক্ষাকে সামনে রেখে যদি নীতি-নৈতিকতা ও মানবিক মূল্যবোধের আদর্শ শিক্ষা-দীক্ষায় শিশুদের যথাযথ স্নেহ-ভালোবাসা দিয়ে মানবসম্পদ হিসেবে গড়ে তোলা যায়,তাহলে পিতামাতা,সমাজ,জাতি ও রাষ্ট্র তাদের সেবালাভে উপকৃত হবে।শিশুদের প্রতি স্নেহ-ভালোবাসা প্রদর্শন করা হলে এমন পরিবারে আল্লাহর করুণা ও দয়া সর্বদাই বর্ষিত হতে থাকবে।
এদের মাঝে কিছু শিশুর জীবন কঠিন সংগ্রামে
অযত্নে অবহেলায় বেড়ে ওঠে ফুটপাতে  বা রেল স্টেশনে,পায় না তারা কোন ভালবাসার সংস্পর্শ তাই তারা বেরে ওঠে টোকাই কিংবা পথশিশুর পরিচয়।

আমার ভাতিজা


অবহেলিত শৈশবের বাস্তবতায় আমরা কি পারিনা বাড়িয়ে দিতে সহযোগিতার হাত।কত টাকাই না খরচ করি নানা যায়গায় ওদের তো আছে বাঁচার অধিকার।আমাদের একটু সাহায্য পারে হাজারো গরিব অসহায় বা ফুটপাতে বেরে ওঠা শিশুসদের সংগ্রামী জীবন এ হাসি ফুটতে,তারাও পারে লেখাপরা করে তাদের সুন্দর জীবন গড়তে,ওদের হাতে যদি চলে আসে বই খাতা কলম আর একটু নজর তবে ওরাও একদিন দেশের  কাজে আসতে পারে।
তাই আমরা আমাদের চিন্তা ধারনা একটু পাল্টাই আর যে সব অসহায় বা পথশিশু আছে তাদের পাশে দাড়াই।।
আল্লাহ আমাদের সকলকে সকলের প্রতি ভালোবাসার তাওফিক দান করুক আর শিশুদের প্রতি স্নেহ ভালোবাসার মন এগিয়ে আসুক
আমিন
Add caption

ছোট্ট মনুদের জন্য ভালোবাসা


#Love_for_childre

No comments:

Post a Comment

“ছোট্ট মনুদের জন্য ভালবাসা” ঢাকা মহানগর শাখা কমিটি ঘোষণা।

আরিফ আহম্মেদ ’ সভাপতি   মোঃ মিরাজ মিয়া ’ সাধারণ সম্পাদক   ও     মোঃ   সোলায়মান মাহিম সাংগঠনিক সম্পাদক অনলাইন ভিত্তিক সামাজিক স্বেচ্ছাসেবী সং...