Tuesday, 4 December 2018
Thursday, 1 November 2018
Tuesday, 30 October 2018
Friday, 26 October 2018
Saturday, 20 October 2018
Wednesday, 17 October 2018
না ফেরার দেশে চলে গেলেন জনপ্রিয় ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু
না ফেরার দেশে চলে গেলেন জনপ্রিয় ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু→
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন')।।
'সেই তুমি কেন এত অচেনা হলে- অার বেশি কাঁদালে উড়াল দেব অাকাশে'-
আপনার কাছে খুব ঋণী আমি,আমরা, এদেশের অন্তত দুটি প্রজন্ম। ওপারেও ভাল থাকবেন লিজেন্ড।
আইয়ুব বাচ্চুর স্বজনরা জানান, সকালে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হলে তাকে স্কয়ার হসপিটালে নিয়ে আসা হয়। পরে সকাল দশটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগেও অসুস্থ হয়ে বেশ কয়েকবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন বলে জানা গেছে।
১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রাম শহরে জন্মগ্রহণ করেন এ গুণী শিল্পী। সংগীত জীবনের দীর্ঘ চার দশকে অসংখ্য হৃদয় ছুঁয়ে যাওয়া গান তিনি উপহার দিয়েছেন শ্রোতাদের।
আইয়ুব বাচ্চু একাধারে গায়ক, লিডগিটারিস্ট, গীতিকার, সুরকার এবং প্লেব্যাক শিল্পী। এল আর বি ব্যান্ড দলের লিড গিটারিস্ট এবং ভোকাল বাচ্চু বাংলাদেশের ব্যান্ড জগতের সবচেয়ে জনপ্রিয় ও সম্মানিত ব্যক্তিত্বদের একজন। ১৯৭৮ সালে সঙ্গীতজগতে তাঁর যাত্রা শুরু হয় ফিলিংসের মাধ্যমে। অত্যন্ত গুণী এই শিল্পী তাঁর শ্রোতা-ভক্তদের কাছে এবি (AB) নামেও পরিচিত। তাঁর ডাক নাম রবিন। তাঁর কন্ঠ দেয়া প্রথম গান 'হারানো বিকেলের গল্প'। গানটির কথা লিখেছিলেন শহীদ মাহমুদ জঙ্গী। ১৯৮০ থেকে ১৯৯০ সালে তিনি সোলস ব্যান্ডের সাথে যুক্ত ছিলেন। ১৯৮৬ সালে প্রকাশিত রক্তগোলাপ আইয়ুব বাচ্চুর প্রথম প্রকাশিত একক অ্যালবাম। ১৯৯১ সালে জন্ম নেওয়া ‘এলআরবি’ ব্যান্ড দলের লিড গিটারিস্ট ও ভোকাল ছিলেন তিনি।
Mahim khan
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন')।।
'সেই তুমি কেন এত অচেনা হলে- অার বেশি কাঁদালে উড়াল দেব অাকাশে'-
আপনার কাছে খুব ঋণী আমি,আমরা, এদেশের অন্তত দুটি প্রজন্ম। ওপারেও ভাল থাকবেন লিজেন্ড।
আইয়ুব বাচ্চুর স্বজনরা জানান, সকালে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হলে তাকে স্কয়ার হসপিটালে নিয়ে আসা হয়। পরে সকাল দশটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগেও অসুস্থ হয়ে বেশ কয়েকবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন বলে জানা গেছে।
১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রাম শহরে জন্মগ্রহণ করেন এ গুণী শিল্পী। সংগীত জীবনের দীর্ঘ চার দশকে অসংখ্য হৃদয় ছুঁয়ে যাওয়া গান তিনি উপহার দিয়েছেন শ্রোতাদের।
আইয়ুব বাচ্চু একাধারে গায়ক, লিডগিটারিস্ট, গীতিকার, সুরকার এবং প্লেব্যাক শিল্পী। এল আর বি ব্যান্ড দলের লিড গিটারিস্ট এবং ভোকাল বাচ্চু বাংলাদেশের ব্যান্ড জগতের সবচেয়ে জনপ্রিয় ও সম্মানিত ব্যক্তিত্বদের একজন। ১৯৭৮ সালে সঙ্গীতজগতে তাঁর যাত্রা শুরু হয় ফিলিংসের মাধ্যমে। অত্যন্ত গুণী এই শিল্পী তাঁর শ্রোতা-ভক্তদের কাছে এবি (AB) নামেও পরিচিত। তাঁর ডাক নাম রবিন। তাঁর কন্ঠ দেয়া প্রথম গান 'হারানো বিকেলের গল্প'। গানটির কথা লিখেছিলেন শহীদ মাহমুদ জঙ্গী। ১৯৮০ থেকে ১৯৯০ সালে তিনি সোলস ব্যান্ডের সাথে যুক্ত ছিলেন। ১৯৮৬ সালে প্রকাশিত রক্তগোলাপ আইয়ুব বাচ্চুর প্রথম প্রকাশিত একক অ্যালবাম। ১৯৯১ সালে জন্ম নেওয়া ‘এলআরবি’ ব্যান্ড দলের লিড গিটারিস্ট ও ভোকাল ছিলেন তিনি।
Mahim khan
Saturday, 13 October 2018
ছোট্ট মনুদের জন্য ভালোবাসা
♥সম্পৃক্ততা♥মানবিকতা♥সহানুভূতি♥
Mahim
শিশুদের প্রতি দয়ামায়া প্রদর্শন সম্পর্কে নবী করিম (সা.) বলেছেন,
‘যে শিশুদের প্রতি দয়া করে না,তাকে দয়া করা হয় না।’(বুখারি, মুসলিম, তিরমিজি)
মহানবী (সা.) শিশুদের গভীরভাবে ভালোবাসতেন,যেকোনো শিশু পেলে তাকে জড়িয়ে ধরতেন ও আদর-স্নেহ করতেন।তিনি মুসলিম-অমুসলিম সব শিশুকেই ভালোবাসতেন।তাঁর কাছে একদা একটি শিশুকে আনা হলে তিনি তাকে চুম্বন করেন এবং বলেন ‘এরা মানুষকে ভীরু ও কৃপণ করে দেয়, আর এরা হলো আল্লাহর ফুল।’
নবী করিম (সা.) বাণী প্রদান করেছেন, ‘প্রত্যেক জন্ম নেওয়া শিশু ফিতরাত তথা সহজাত সত্যগ্রহণ করার ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে, কিন্তু তার পিতামাতা হয় তাকে ইহুদি বা খ্রিষ্টান কিংবা অগ্নিপূজক বানায়।’(বুখারি ও মুসলিম)শিশুদের কোমল ও পবিত্র মনে যদি একবার কোনো খারাপ ধারণা বা ভয়ভীতি প্রবেশ করে, তবে তা তাদের ভবিষ্যৎ জীবনে থেকে যায়।
তাই নবী করিম (সা.) শিশু-কিশোরদের সঙ্গে খেলাচ্ছলেও মিথ্যা বা প্রতারণা করতে নিষেধ করেছেন।
এই শিশুদের যদি সুন্দর করে মানবসম্পদ হিসেবে গড়ে তোলা যায়;তাহলে ভবিষ্যৎ পৃথিবী হবে আরও সুন্দর।তাই ইসলামের শিক্ষা সব শিশুই যেন নিরাপদে বেড়ে ওঠে।
অথচ আজকের আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির যুগেও আমাদের দেশে শিশুরা কতই না অবহেলিত, নির্যাতিত ও নির্মম হত্যাযজ্ঞের শিকার! সুতরাং ইসলামের সুমহান শিক্ষাকে সামনে রেখে যদি নীতি-নৈতিকতা ও মানবিক মূল্যবোধের আদর্শ শিক্ষা-দীক্ষায় শিশুদের যথাযথ স্নেহ-ভালোবাসা দিয়ে মানবসম্পদ হিসেবে গড়ে তোলা যায়,তাহলে পিতামাতা,সমাজ,জাতি ও রাষ্ট্র তাদের সেবালাভে উপকৃত হবে।শিশুদের প্রতি স্নেহ-ভালোবাসা প্রদর্শন করা হলে এমন পরিবারে আল্লাহর করুণা ও দয়া সর্বদাই বর্ষিত হতে থাকবে।
এদের মাঝে কিছু শিশুর জীবন কঠিন সংগ্রামে
অযত্নে অবহেলায় বেড়ে ওঠে ফুটপাতে বা রেল স্টেশনে,পায় না তারা কোন ভালবাসার সংস্পর্শ তাই তারা বেরে ওঠে টোকাই কিংবা পথশিশুর পরিচয়।
![]() |
আমার ভাতিজা |
অবহেলিত শৈশবের বাস্তবতায় আমরা কি পারিনা বাড়িয়ে দিতে সহযোগিতার হাত।কত টাকাই না খরচ করি নানা যায়গায় ওদের তো আছে বাঁচার অধিকার।আমাদের একটু সাহায্য পারে হাজারো গরিব অসহায় বা ফুটপাতে বেরে ওঠা শিশুসদের সংগ্রামী জীবন এ হাসি ফুটতে,তারাও পারে লেখাপরা করে তাদের সুন্দর জীবন গড়তে,ওদের হাতে যদি চলে আসে বই খাতা কলম আর একটু নজর তবে ওরাও একদিন দেশের কাজে আসতে পারে।
তাই আমরা আমাদের চিন্তা ধারনা একটু পাল্টাই আর যে সব অসহায় বা পথশিশু আছে তাদের পাশে দাড়াই।।
আল্লাহ আমাদের সকলকে সকলের প্রতি ভালোবাসার তাওফিক দান করুক আর শিশুদের প্রতি স্নেহ ভালোবাসার মন এগিয়ে আসুক
আমিন
![]() |
Add caption |
ছোট্ট মনুদের জন্য ভালোবাসা
#Love_for_childre
Subscribe to:
Posts (Atom)
“ছোট্ট মনুদের জন্য ভালবাসা” ঢাকা মহানগর শাখা কমিটি ঘোষণা।
আরিফ আহম্মেদ ’ সভাপতি মোঃ মিরাজ মিয়া ’ সাধারণ সম্পাদক ও মোঃ সোলায়মান মাহিম সাংগঠনিক সম্পাদক অনলাইন ভিত্তিক সামাজিক স্বেচ্ছাসেবী সং...

-
সৌন্দর্য নিয়ে লেখার কোন শেষ নেই, সৌন্দর্য নিজের মনের কথা বলে। নিচে সৌন্দর্য নিয়ে বিখ্যাত মনীষীদের কিছু উদ্ধৃতি লিখলামঃ ____ মোঃ সোলায়মান...
-
সিভি লেখার নিয়ম সিভি (CV) লিখার সঠিক উপায় বা নিয়ম CV কিঃ সিভি ( CV ) ইংরেজি শব্দ যার পূর্ণরুপ হলো Curriculum Vitae. সিভিতে যা কিছু বিস্ত...
-
আরিফ আহম্মেদ ’ সভাপতি মোঃ মিরাজ মিয়া ’ সাধারণ সম্পাদক ও মোঃ সোলায়মান মাহিম সাংগঠনিক সম্পাদক অনলাইন ভিত্তিক সামাজিক স্বেচ্ছাসেবী সং...